অনুপাত ও সমানুপাতের ধর্মঃ
[ বি দ্রঃ নিচের অনুপাত ও সমানুপাতের ধর্মগুলো মনে রাখতে হবে নিচের ধর্মগুলো মনে না রেখে এই অধ্যায়ের কোনো অঙ্ক না করার পরামর্শ দেওয়া হলো নিচের ধর্মগুলো মনে রাখলে অঙ্কগুলো অনেক সহজ হবে ]
(i) a : b =x : y এবং c : d = x : y হলে, a : b = c : d
(ii) a : b=b : a হলে , a = b
(iii) a : b = x: y হলে, b : a = y :x ( ব্যস্তকরন )
(iv) a : b = x : y হলে, a : b = b : y (একান্তরকরন )
(v) a : b = x : y হলে ad = bc (আড়গুণন )
(vi) a : b=x : y হলে, a+b : b = x+y : y (যোজন )
এবং a-b : b = x-y : y ( বিয়োজন )
(vii)
হলে,
( যোজন বিয়োজন )
জ্যমিতিক অনুপাতঃ
ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা থেকে দুইটি প্রয়োজনীয় অনুপাতের ধারণা পাওয়া যায় ।
১) দুইটি ত্রিভুজক্ষেত্রের উচ্চতা সমান হলে তাদের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক ।
মনে করি ত্রিভুজক্ষেত্র ABC ও DEF এর ভূমি যথাক্রমে BC=a EF= d এবং উভয় ক্ষেত্রের উচ্চতা h । সুতরাং ABC এর ক্ষেত্রফল
ত্রিভুজক্ষেত্র DEF এর ক্ষেত্রফল 

অথএব ত্রিভুজক্ষেত্র ABC এর ক্ষেত্রফলঃ ত্রিভুজ ক্ষেত্র DEF এর ক্ষেত্রফল 

২) দুইটি ত্রিভুজক্ষেত্রের ভূমি সমান হলে তাদের ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক ।
মনে করি ত্রিভুজক্ষেত্র ABC ও DEF এর উচ্চতা যথাক্রমে AP = h, DQ = k এবং উভয়ক্ষেত্রের ভূমি b ।

সুতরাং, ত্রিভুজক্ষেত্র ABC এর ক্ষেত্রফল
, ত্রিভুজক্ষেত্র DEF এর ক্ষেত্রফল 
সদৃশতা ( Similarity ) :
দুইটি চিত্র সর্বসম হলে তারা সদৃশ তবে দুইটি চিত্র সদৃশ হলে সেগুল সর্বসম নাও হতে পারে ।
সদৃশকোণী বহুভুজঃ সমান সংখ্যক বাহুবিশিষ্ট দুইটি বহুভুজের একটির কোণগুলো যদি ধারাবাহিকভাবে অপরটির কোণগুলোর সমান হয় তবে বহুভুজ দুইটিকে সদৃশকোণী বলা হয় ।
দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক ।
নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ ।
সুষম বহুভুজের প্রতিসাম্য রেখাঃ
বহুভুজ কতকগুলো রেখাংশ দ্বারা অবদ্ধ চিত্র । বহুভুজের রেখাংশগুলোর দৈর্ঘ্য সমান ও কোণগুলো হলে তাঁকে সুষম বহুভুজ বলা হয় । ত্রিভুজ হল সবচেয়ে কম সংখ্যক রেখাংশ দিয়ে গঠিত বহুভুজ ।
ঘূর্ণন প্রতিসমতা
রেখা প্রতিসমতা ও ঘূর্ণন প্রতিসমতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন