অনুপাতঃ
একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে । দুইটি রাশি p ও q এর অনুপাতকে
লিখা যায় ।
সমানুপাতঃ
যদি চারটি রাশি এরূপ হয় যে, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে ঐ চারটি রাশি নিয়ে একটি সমানুপাত উতপন্ন হয় । a,b,c,d এরূপ চারটি রাশি হলে 
অনুপাতের সূত্রাবলীঃ
মনে করি, a,b,c,d রাশিগুলো ধনাত্মক সংখ্যা
1)ব্যস্তকরনঃ
হলে
2) একান্তরকরণঃ
হলে 
3) যোজনঃ
হলে, 
4) বিয়োজনঃ
হলে, 
5) যোজন-বিয়োজনঃ
হলে, 
6)
হলে, প্রত্যেকটি অনুপাত
ধারাবাহিক অনুপাতঃ
মনে করি, রনির আয় 1000 টাকা, সনির আয় 1500 টাকা এবং সামির আয় 2500 টাকা ।
এখানে রনির আয়ঃ সনির আয়= 100:1500=2:3; সনির আয়ঃ সামির আয়= 1500:2500=3:5
সুতরাং রনির আয়ঃ সনির আয়ঃ সামির আয় = 2:3:5 .
অর্থাৎ দুইটি অনুপাত যদি কঃখ এবং খঃগ আকারের হয় তাহলে সাধারণত এদের কঃখঃগ আঁকারে লেখা যায় । একে ধারাবাহিক অনুপাত বলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন