সরল সমীকরণঃ
সরল সমীকরণ বলতে দুই চলকবিশিষ্ট সরল সমীকরণকে বোঝায় যখন তাদের একত্রে উপস্থাপন করা হয় এবং চলক দুইটি একই বৈশিষ্ট্য এর হয় । আবার এরূপ দুইটি সমীকরণকে একত্রে সরল সমীকরণজোটও বলে ।
দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান যোগ্যতাঃ
সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল সমীকরণজোটের ক্ষেত্রে ধ্রুবপদের অনুপাতগুলো সমান না ।
প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানঃ
সুবিধামত একটি সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করে প্রাপ্ত মান অপর সমীকরণে বসালে এক চলকবিশিষ্ট স্মিকরন পাওয়া যায় । অতঃপর সমীকরণটি সমাধান করে চলক্তির মান পাওয়া যায় । এই মান প্রদত্ত সমীকরণের যে কোনটিতে বসানো জেতে পারে । তবে যেখানে একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেখানে বসালে সমাধান সহজ হয় । এখানে অপর চলকের মান পাওয়া যায় ।
অপনয়ন পদ্ধতিতে সমাধানঃ
সুবিধামত একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যেকোনো একটি চলকের সহগের পরমমান সমান হয় । এরপর প্রয়োজনমত সমীকরণ দুইটিকে যোগ বা বিয়োগ করলে সহগ সমানকৃত চলকটি অপনীত বা অপসারিত হয় । তারপর সমীকরণটি সমাধান ক্করলে বিদ্যমান চলকটির ,মান পাওয়া যায় । ঐ মান সুবিধামত প্রদত্ত সমীকরণদ্বয়ের যেকোনোটিতে বসালে অপর চলকটির মান পাওয়া যায় ।
গাণিতিক প্রকাশ নিম্নে দেওয়া হলোঃ
নিচের সমীকরণ দুইটি বিবেচনা করিঃ
[এখানে
ধ্রুবপদ এদের মান যেকোনো কিছু হতে পারে যেমন, 1,2,3,4,5,........ ইত্যাদি ]
সমীকরণ (i) কে
দিয়ে এবং সমীকরণ (ii) কে
দিয়ে গুণ করে পাই,
সমীকরণ (iii) থেকে (iv) বিয়োগ করি
বা, 
বা,
...............(v)
আবার সমীকরণ (i) কে
দিয়ে ও সমীকরণ (ii) কে
দিয়ে গুণ করে পাই,
সমীকরণ (vi) থেকে সমীকরণ (vii) বিয়োগ করে পাই,
বা, 
বা,
............(viii)
সমীকরণ (v) ও (viii) থেকে পাই
[ বি দ্রঃ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য এই সুত্রটি মনে রাখা দরকার
লৈখিক পদ্ধতিতে সমাধানঃ
যদি x ও y এর মান উভয়ই ধনাত্মক হয় তাহলে বিন্দুটি লেখচিত্রের প্রথম চতুর্থভাগে থাকবে যদি x এর মান ঋণাত্মক এবং y এর মান ধনাত্মক হয় তাহলে বিন্দুটি দ্বিতীয় চতুর্থভাগে থাকবে যদি x এর মান ধনাত্মক এবং y এর মান ঋণাত্মক হয় তাহলে বিন্দুটি চতুর্থ চতুর্থভাগে থাকবে এবং যদি x ও y উভয়ের মান এ ঋণাত্মক হয় তাহলে বিন্দুটি তৃতীয় চতুর্থভাগে অবস্থিত হবে ।
বাস্তব ভিত্তিক সমস্যা
বাস্তব ভিত্তিক সমস্যার সমীকরণ গঠন ও সমাধান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন