শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

সসীম ধারা | নবম-দশম শ্রেনী

ধারাঃ

কোন অনুক্রমের পদগুলো পরপর '+' চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়।যেমন, 1+3+5+..... একটি ধারা।

সসীম বা সমান্তর ধারা (Finite series ) :

কোনো ধারার যেকোনো পদ ও এর পূর্ববর্তী পদের পার্থক্য সমান হলে, সেই ধারাটিকে সমান্তর ধারা বলে।
যেমনঃ 1+3+5+.....

সসীম ধারার পদ নির্ণয়ঃ

n তম পদ=a+(n-1)d
এখানে, a=প্রথম পদ
         d=সাধারন অন্তর

সসীম ধারার n সংখ্যক পদের সমষ্টিঃ

S_n=frac{n}{2} {2a+(n-1)d}
এখানে, 
a=প্রথম পদ
d=সাধারন অন্তর
n=পদ সংখ্যা

গুণোত্তর ধারাঃ

কোনো ধারার যেকোনো পদ ও এর পরবর্তী পদের অনুপাত সবসময় সমান হলে অর্থাৎ যেকোনো পদ কে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া যায়।
যেমনঃ 2+4+8+......

গুণোত্তর ধারার সাধারন পদঃ

 n তম পদ=ar^{n-1}
এখানে,
a=প্রথম পদ
r=সাধারন অনুপাত

গুণোত্তর ধারার সমষ্টি:

S_n=frac{a(1-r^n)}{1-r}     যখন r< 1
g_white S_n=frac{a(r^n-1)}{r-1}     যখন g_white r> 1
এখানে,
a=প্রথম পদ
r=সাধারন অনুপাত
n=পদ সংখ্যা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...