শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

পরিমিতি | নবম-দশম শ্রেনী

ত্রিভুজের ক্ষেত্রফল

(1) সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফল=frac{1}{2} X ভুমি X উচ্চতা
(2) সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল=frac{sqrt3}{4}a^2
(3) সমদ্বিবাহু  ত্রিভুজ এর ক্ষেত্রফল=frac{b}{4}sqrt{4a^2-b^2}

চতুর্ভুজের ক্ষেত্রফল

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল =ab
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =a^2

সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল:

সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল = ভুমি x উচ্চতা

রম্বসের ক্ষেত্রফল :

রম্বসের ক্ষেত্রফল =1/2 x কর্ণদয়ের গুনফল

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল:

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =1/2 x সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এর সমষ্টি x মধ্যবর্তী দূরত্ব

বৃত্তের পরিধি:

বৃত্তের পরিধি =2 pi r

বৃত্তাংশের দৈর্ঘ্য :

বৃত্তাংশের দৈর্ঘ্য s=frac{pi r Theta}{180}

বৃত্তক্ষেত্র ও বৃত্তকলা ক্ষেত্রফলঃ

বৃত্তক্ষেত্র ও বৃত্তকলা ক্ষেত্রফলঃ g_white frac{Theta}{360} imes pi r^2

আয়তকার ঘনবস্তুটির কর্ণ:

আয়তকার ঘনবস্তুটির কর্ণ =sqrt{a^2+b^2+c^2}

ঘনকঃ

আয়তকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে তাঁকে ঘনক বলা হয় । 

বেলনঃ

কোনো আয়তক্ষেত্রের যেকোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ঐ বাহুর চারদিকে ঘরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাঁকে সমবৃত্তভুমিক বেলন বা Cylinder বলে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...