শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

দূরত্ব ও উচ্চতা | নবম-দশম শ্রেনী

ভু-রেখা, ঊর্ধ্বরেখা এবং উল্লম্বতলঃ

ভুরেখা হচ্ছে ভুমিতলে অবস্থিত জেকন সরলরেখা। ঊর্ধ্বরেখা হচ্ছে ভুমিতলের উপর লম্ব সরলরেখা। ভুমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদি ভু-রেখা ও ঊর্ধ্বরেখা একটি তল নির্দেশ করে জাকে উল্লম্ব তল বলে।

উন্নতি কোণ ও অবনতি কোণঃ

ভুতলের উপরের কোন বিন্দু ভুমির সমান্তরাল রেখার সাথে জ্যা কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে, চিত্রে কোণ POB উন্নতি কোণ।

ভুতলের নিচের কোন বিন্দু ভুমির সমান্তরাল রেখার সাথে জ্যা কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে, চিত্রে কোণ QOA অবনতি কোণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...