শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

ব্যবহারিক জ্যামিতি | নবম-দশম শ্রেনী

ত্রিভুজ অঙ্কনঃ

প্রত্যেক ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ রয়েছে । ত্রিভুজ আকার উপাত্ত গুলো নিম্নে দেওয়া হলোঃ
১) তিনটি বাহু
২) দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ ।
৩) দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু 
৪) দুটি কোণ ও একটি বিপরীত বাহু ।
৫) দুইটি বাহু ও তাদের একটির বিপরীত কোণ ।
৬) সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু ।
 


চতুর্ভুজ অঙ্কনঃ

নিম্নবর্তী পাঁচটি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় ।
১) চারটি বাহু ও একটি কোণ 
২) চারটি বাহু ও একটি কর্ণ ।
৩) তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪) তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ ।
৫) দুইটি বাহু ও তিনটি কোণ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...